স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে গাঁজাসহ মোঃ জিনু মিয়া (৪৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। গতকাল সন্ধ্যায় উপজেলার গাংগাইল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী করিমগঞ্জ উপজেলার গাংগাইল পাঠান পাড়া এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে।
র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার বি এন এম শোভন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে একটি মাদক ব্যবসায়ী চক্র মাদকদ্রব্য সংগ্রহ করে কিশোরগঞ্জ’সহ আশেপাশের জেলাগুলোতে পাইকারি/খুচরা বিক্রয় করে আসছে। উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত মাদক ব্যবসায়ী চক্রের উপর র্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়। এরই প্রেক্ষিতে একটি র্যাবের একটি আভিযানিক দল গাংগাইল এলাকা থেকে এক কেজি চারশ গ্রাম গাঁজা ও ০১টি মোবাইল’সহ গ্রেফতার করেন।
মাদক ব্যবসায়ী জিনু মিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করেছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। আসামীর বিরুদ্ধে করিমগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।