পাকুন্দিয়ায় কর্মকর্তাদের সাথে উপজেলার আনসার-ভিডিপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

0

আছাদুজ্জামান খন্দকার :
শান্তি, শৃংখলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই শ্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জেলা কর্মকর্তাদের সাথে উপজেলা আনসার ও ভিডিপি সদস্যদের বাৎসরিক উন্নয়নমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৪ জুন) সকালে উপজেলা আনসার-ভিডিপি কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (অ: দা:) একেএম লুৎফুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা আনসার-ভিডিপি কমান্ড্যান্ড জিওয়াইএকে (তুরস্ক) জে.এম ইমরান।

উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক শামীম হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু। সহকারী জেলা আনসার ভিডিপি কমান্ড্যান্ড মো. মোতালিব হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আসাদ আলী মিয়া, পাকুন্দিয়া থানা উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান, উপজেলা একাডেমিক সুভারভাইজার মো. শারফুল ইসলাম, আনসার ভিডিপি প্রশিক্ষক মনোয়ারা বেগম, উপজেলা কোম্পানী কমান্ডার শেখ ফরিদ উদ্দিন প্রমুখ। মতবিনিময় সভা শেষে ২০০ জন আনসার-ভিডিপি সদস্যদের মাঝে শুভেচ্ছা পুরস্কার হিসেবে ১টি করে মগ ও নগদ অর্থ প্রদান করা হয়।

Share.