জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার দুইজনকে কারাগারে প্রেরণ

0

স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জে ফার্মেসী মালিক জিয়াউর রহমান (৪৫) হত্যাকা-ের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন ফার্মেসীর প্রাক্তন কর্মচারী এনামুল (২৪) ও তার সহযোগী সুমন (২৭)। তাদের দুইজনকেই আজ রবিবার (২৭ জুন) কারাগারে পাঠিয়েছেন আদালত।

গ্রেপ্তারকৃত এনামুল কটিয়াদী উপজেলার সহশ্রাম ধূলদিয়া ইউনিয়নের আতরতোপা গ্রামের মেরাজ মিয়ার ছেলে ও সুমন শহরের গাইটাল ফার্মের মোড় এলাকার আরজু মিয়ার ছেলে।
নিহত জিয়াউর রহমান জেলার হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়নের রানাগাঁও গ্রামের আব্দুর রাশিদের ছেলে। তিনি দীর্ঘদিন সদর উপজেলার লতিবাবাদ দক্ষিনপাড়া এলাকায় বসবাস করতেন। গাইটাল সুমাইয়া মেডিকেল হল নামে একটি ফার্মেসী চালাতেন।

পুলিশ জানায়, নিহত জিয়াউর রহমানের ফার্মেসীতে কাজ করতেন এনামুল। পরে চাকুরীচ্যুত করায় ক্ষোভে জিয়াউর রহমানকে হত্যার পরিকল্পনা করে। শুক্রবার কৌশলে সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের পাঁচধা গ্রামে নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানে পৌঁছার পর এনামুল ও তার সহযোগী সুমন এলোপাতারি কুপিয়ে রক্তাক্ত জখম করে মৃত ভেবে ফেলে রেখে চলে যায়। পরে আশঙ্কাজনক ভাবে স্থানীয় লোকজন কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুবকর সিদ্দিক জানান, জিয়াউর রহমান হত্যা তার স্ত্রী মোছা. আছমা আক্তার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় জড়িত দুইজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। আজ রবিবার তাদের আদালতে প্রেরণ করা হলে আদালত তাদের কারাগারে পাঠায়।

Share.