লকডাউন বাস্তবায়নে কিশোরগঞ্জে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত

0

স্টাফ রিপোর্টারঃ
করোনা নিয়ন্ত্রণে সরকার নির্দেশিত লকডাউন অমান্য করে স্বাস্থ্যবিধি ভঙ্গ করায় কিশোরগঞ্জে সাধারণ মানুষ, মার্কেট ও বিভিন্ন গাড়ি থেকে ১১ হাজার চারশত টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম আজ মঙ্গলবার (২৯ জুন) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা শহরের বিভিন্ন মোড় ও মার্কেটে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

অভিযানকালে বিধি নিষেধ অমান্য করে শপিংমল, মার্কেট খোলা রাখা, স্বাস্থ্যবিধি না মেনে যানবাহনে চলাচল, স্বাস্থ্যবিধি না মেনে বাইরে অবস্থান করায় ৯টি মামলায় ১১ হাজার চারশত টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ম্যাজিস্ট্রেট।

ভ্রাম্যমান আদালত পরিচালনায় র‌্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা সহযোগিতা করেন।

Share.