কিশোরগঞ্জে চারদিন ধরে নষ্ট আরটি পিসিআর মেশিন

0

নিজস্ব প্রতিবেদকঃ
করোনার নমুনা শনাক্তের জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে জেলার আরটি পিসিআর মেশিনটি গত চারদিন ধরে নষ্ট হয়ে আছে। এর ফলে বন্ধ রয়েছে করোনার নমুনা পরীক্ষার কাজ। করোনা শনাক্ত ও মৃত্যু বাড়ার প্রেক্ষিতে এ সময়ে করোনার উপসর্গ থাকা রোগীরা এ নিয়ে দুশ্চিন্তার মধ্যে পড়েছেন।

জেলার সিভিল সার্জন মো. মুজিবুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেছেন, আরটি পিসিআর মেশিন নষ্ট হলেও র‌্যাপিড অ্যান্টিজেনের মাধ্যমে করোনা উপসর্গ নিয়ে আসা রোগীদের কোভিড-১৯ টেস্ট অব্যাহত আছে।

সিভিল সার্জন জানান, গত বৃহস্পতিবার বিকাল থেকে হাসপাতালের ল্যাবের আরটি পিসিআর মেশিনটি হঠাৎ নষ্ট হয়ে যায়। এরপর থেকে করোনার উপসর্গ নিয়ে আসা রোগীদের নমুনা পরীক্ষা করা যাচ্ছে না। মেশিনটি নষ্ট হয়ে যাওয়ায় গত চারদিনে প্রায় এক হাজার নমুনা পরীক্ষার জন্য জমা পড়েছে। তবে আটকে থাকা করোনা পরীক্ষার নমুনাগুলো শনাক্তের জন্য গতকাল থেকে ঢাকায় পাঠানো হচ্ছে। ইতিমধ্যেই ঢাকা থেকে আসা টেকনিশিয়ানরা আরটি পিসিআর মেশিনটি মেরামতে কাজ শুরু করেছেন। দু’এক দিনের মধ্যে ঠিক হয়ে যাওয়ার আশা করা হচ্ছে।

উল্লেখ্য, করোনার প্রকোপ বৃদ্ধির প্রেক্ষিতে জেলার শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে গত বছরের ৩১ মে এ হাসপাতালে রিয়াল টাইম পলিমারেস চেইন রি-অ্যাকশন (আরটি পিসিআর) ল্যাব স্থাপন করা হয়। এখান থেকে প্রতিদিন দুই শিফটে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হতো। এ ছাড়া হাসপাতালটিকে জেলার একমাত্র করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়।

Share.