পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

0

আছাদুজ্জামান খন্দকারঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে ডুবে জুনায়েদ (৯)নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার চরফরাদী ইউনিয়নের চরচাড়ালবন্দ এলাকায় এ ঘটনা ঘটে। জুনায়েদ ওই গ্রামের মরিশাস প্রবাসী জুয়েল মিয়ার ছেলে। সে ভাওয়ালের বকুলপুর গ্রামে নানার বাড়িতে থেকে একটি মাদ্রাসায় হাফেজি বিভাগে পড়াশোনা করতো।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে জুনায়েদের চাচা নজরুল ইসলাম একটি ষাড়কে গোসল করাতে ব্রহ্মপুত্র নদে নিয়ে যায়। এসময় জুনায়েদও তাঁর সঙ্গে নদে যায়। নদে গিয়ে ষাড়টিকে গোসল করাতে থাকেন চাচা। তখন পাশেই দাঁড়িয়ে ছিলো জুনায়েদ। এক পর্যায়ে নজরুলের অগোচরে পানিতে ডুবে যায় সে। ভাতিজাকে পাশে না পেয়ে খোঁজাখুজি করতে থাকেন নজরুল। পরে স্থানীয় লোকজনের সহায়তায় নদের তলদেশ থেকে জুনায়েদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জুনায়েদকে মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সারোয়ার জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share.