স্টাফ রিপোর্টারঃ
আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন স্থানে জমে উঠেছে কোরবানীর পশুর হাট। তবে করোনা সংক্রমন রোধে হাটগুলিতে মানা হচ্ছেনা স্বাস্থ্য বিধি। একদিকে যেমন ক্রেতা-বিক্রেতার ভীড়ে বাজারে ঠাসাঠাসি অবস্থা, সামাজিক দূরত্ব পালনের বালাই নেই। তেমনি অপরদিকে ক্রেতা-বিক্রেতা বেশীরভাগ মানুষকেই মুখে মাস্ক পরিধান করতে দেখা যাচ্ছেনা।
গতকাল শুক্রবার থেকে জেলার বিভিন্ন হাটগুলিতে কোরবানীর পশু ক্রয়-বিক্রয় শুরু হয়। অবশ্য হাট বসার সংবাদ প্রচারের পর পরই দেশের বিভিন্ন এলাকার পশু ব্যবসায়ীরা তাদের গরু-ছাগল নিয়ে জেলার হাটগুলিতে আসতে থাকেন। প্রথম দিন থেকেই জেলার হাটগুলিতে প্রচন্ড ভীড় পরিলক্ষিত হচ্ছে।
স্থানীয় প্রশাসন শুরুতেই কোরবানীর পশুর হাট বসানোর পূর্ব শর্ত হিসাবে স্বাস্থ্য বিধি পালনের বিষয়টিকে আবশ্যকীয় হিসাবে নির্দশ জারী করলেও হাটে আগত ক্রেতা-বিক্রেতা বেশীর ভাগই যেমন তা মানছে না, তেমনি প্রশাসনের পক্ষ থেকেও মাস্ক পরিধান নিশ্চিতসহ স্বাস্থ্য বিধি মানাতে তেমন কোন তৎপড়তা দেখা যায়নি। এদিকে মাস্ক না পরার কারণ হিসাবে বাজারের ক্রেতা-বিক্রেতারা দেখাচ্ছেন বিভিন্ন ধরণের হালকা অজুহাত।