নিউজ ডেস্কঃ
ঈদের নামাজের সময়ে আফগান প্রেসিডেন্টের বাসভবনের পাশে রকেট হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সকাল আটটায় রকেট হামলা চালানো হয়। এরপরও আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি নামাজ ছেড়ে যাননি।
নামাজের পর প্রেসিডেন্ট গনি তার ঈদের ভাষণে হামলার জন্য তালেবানকে দায়ী করেন। তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠা ও সামনে অগ্রসর হওয়ার কোনো ইচ্ছাই সংগঠনটির নেই।
রকেট হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দেশটিতে প্রেসিডেন্টের বাসভবনকে লক্ষ্য করে এর আগেও হামলা চালানো হয়েছে। এর আগের হামলাটি সংঘটিত হয়েছিল গত ডিসেম্বরে। সূত্র: আল জাজিরা।