পাকুন্দিয়ায় নবঘোষিত আহ্বায়ক সোহরাব উদ্দিনকে বাতিলের দাবিতে বিক্ষোভ

0

আছাদুজ্জামান খন্দকারঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা আওয়ামীলীগের নব-ঘোষিত আহ্বায়কের পদ থেকে অ্যাডভোকেট মো.সোহরাব উদ্দিনকে বাদ দেওয়ার দাবিতে বিক্ষোভ-মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার দুপুরে পাকুন্দিয়া উপজেলা ডাকবাংলো চত্বরে স্থানীয় এমপি নূর মোহাম্মদের পক্ষে আওয়ামীলীগ-যুবলীগ-স্বেচ্ছাসেবকলীগ ও শ্রমিকলীগের নেতাকর্মীরা এ বিক্ষোভ-সমাবেশ করে।

পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মোতায়েম হোসেন স্বপনের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো.হুমায়ুন কবীর, সাবেক কোষাধ্যক্ষ মো.বোরহান উদ্দিন, সদস্য অধ্যক্ষ জসিম উদ্দীন, জেলা শ্রমিকলীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক মাসুদ, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ, নারান্দী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, সুখিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবদুল হামিদ টিটু, বুরুদিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল, চ-িপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মিলন, উপজেলা যুবলীগের আহ্বায়ক মো.হেলাল উদ্দিন ও উপজেলা শ্রমিকলীগের সভাপতি নাজমুল হক দেওয়ান প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ‘অ্যাডভোকেট সোহরাব উদ্দিন একজন যুদ্ধাপরাধী মামলার আসামি। মামলাটি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে চলমান। তাঁকে কি করে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক বানানো হয়। সোহরাব উদ্দিনকে আহ্বায়ক করে আওয়ামী লীগকে কলঙ্কিত করা হয়েছে। আহ্বায়কের পদ থেকে তাঁকে বাদ দেওয়া না হলে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।’

বক্তারা আরও বলেন, ‘দীর্ঘ ২১বছর পর নেতাকর্মীরা আশা করেছিলেন সম্মেলনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। কিন্তু রাতের আঁধারে সোহরাব উদ্দিনের কাছ থেকে সুবিধা নিয়ে তাকে আহ্বায়ক করা হয়েছে। আমরা তাঁকে আহ্বায়ক হিসেবে মানি না, মানব না। তাঁকে বাদ দেওয়া না পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।’

সমাবেশ শেষে ডাকবাংলো মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পাকুন্দিয়া পৌরসদর বাজার প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে মিলিত হয়।

প্র্রসঙ্গত, ২০০০সালের ১৮আগস্ট পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের ৭৩সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। প্রায় ২১বছর পর ফের গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় অ্যাডভোকেট মো.সোহরাব উদ্দিনকে আহ্বায়ক করে এক সদস্যের একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করে জেলা কমিটি।

Share.