ভারতে বন্যা ও ভূমিধসে ১১২ জনের মৃত্যু

0

নিউজ ডেস্কঃ

ভারতের মহারাষ্ট্রে টানা বৃষ্টির ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ১১২ জনের মত্যু হয়েছে। ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, গত ৪০ বছরের ইতিহাসে মহারাষ্ট্রে জুলাই মাসে এবারের মত এত বৃষ্টি আর কখনও হয়নি। মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় আগামী কয়েকদিন আরও ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়ে ‘রেড অ্যালার্ট’ জারি করেছে আবহাওয়া বিভাগ।

এর আগে বৃহস্পতিবার মুম্বাই থেকে ৭০ কিলোমিটার দূরের রায়গড়ে অন্তত তিনটি স্থানে ভূমিধসের ঘটনা ঘটে। তাছাড়া, মহারাষ্ট্রের অন্যান্য আরও এলাকায় ৯ টি ভূমিধসের ঘটনায় মারা গেছেন ৫৯ জন এবং ভারি বৃষ্টিপাতে দুর্ঘটনায় আরও ১৫ জন মারা গেছেন। ভারতে পশ্চিম উপকূলে গত ২৪ ঘণ্টায় ৫৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে বলেন, প্রাকৃতিক এই দুর্যোগের মধ্যেও কোভিডে আক্রান্ত এবং অন্য অসুস্থদের চিকিৎসায় যেন কোনও ধরনের বিঘ্ন না ঘটে তা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। বাঁধ ও নদীগুলোর পানি উপচে পড়ছে। ফলে বাধ্য হয়ে বাঁধের পানি ছেড়ে দিচ্ছি। আর এ কারণেই নদীর পাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। উপকূলীয় এলাকায় উদ্ধার অভিযানে কাজ করছে সেনা ও নৌবাহিনী

Share.