আছাদুজ্জামান খন্দকার ঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সরকার ঘোষিত বিধিনিষেধ অমান্যকারী ব্যক্তিদের জরিমানা করছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট বাজার, আজলদী বাজার, জামতলা বাজার ও পাকুন্দিয়া পৌর বাজারের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) একেএম লুৎফর রহমান ও জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার উবায়দুর রহমান সাহেল।
জানা যায়, গতকাল শুক্রবার থেকে বিধি-নিষেধ বাস্তবায়নে পাকুন্দিয়া উপজেলা প্রশাসন ও পাকুন্দিয়া থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। আজ শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ ছাড়া ঘোরাফেরা, দোকানপাট
খোলা রাখা ও মোটর সাইকেল নিয়ে বের হওয়ার জন্য মোবাইল কোর্টের মাধ্যমে মোট ৩৫মামলায় ২২হাজার ৮৫০টাকা জরিমানা করা হয়। এর মধ্যে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
একেএম লুৎফর রহমান ২২টি মামলায় সাত হাজার ৪৫০টাকা এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার উবায়দুর রহমান সাহেল ১৩টি মামলায় ১৫হাজার ৪০০টাকা জরিমানা আদায় করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় বিজিবির নায়েক সুবেদার মো.হযরত আলী, পাকুন্দিয়া থানার এসআই সুজিত কুমার সরকারসহ বিজিবি, থানা পুলিশ ও আনসার
সদস্যগণ সহযোগিতা করেন।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্তদায়িত্বপ্রাপ্ত)একেএম লুৎফর রহমান বলেন, বিধি-নিষেধ চলাকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হওয়া
নিষেধ এবং একান্ত প্রয়োজনে বাড়ি থেকে বের হলে অবশ্যই মাস্ক পরিধানসহ যথাযথ মেনে চলার আহ্বান জানান তিনি।