স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে আউটসোর্সিংয়ে কর্মরত ১৫২ জনকে সাত মাসের বেতন বকেয়া রেখেই কর্মচ্যুত করার প্রতিবাদে এবং তাদের পুর্নবহালের দাবিতে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ মিছিল করেছে। আজ সোমবার সকাল ১০ টা থেকে বেলা ১২টা পর্যন্ত তাদের অবস্থান ধর্মঘট চলে। এরপর হাসপাতাল চত্বরে বিক্ষোভ মিছিল করে বিক্ষুব্ধ কর্মচারীরা।
বিক্ষুদ্ধ কর্মচারীরা জানান, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে আউটসোর্সিয়ে কর্মরত ১৫২ জন করোনা যোদ্ধাকে বিনা নোটিশে কর্মচ্যুত করা হয়েছে। তাদের সাত মাসের বকেয়া বেতন এখনো পাওনা রয়েছে। তারা জানান, হাসপাতালে ১৬ হাজার টাকা বেতনের কর্মচারী থাকলেও তাদেরকে পুরো টাকা কখনো দেয়া হয়নি। তবুও তারা জীবন বাজি রেখে করোনা রোগীদের সেবা করে আসছিলেন। বিষয়টি মানবিক দৃষ্ঠিতে দেখে তাদেরকে কর্মস্থলে পুণরায় বহালের জন্যে প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানিয়েছেন। দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসুচি দেয়ার ঘোষণা দেয়া হয়।
এসময় আউটসোসিং কর্মচারী কমিটির সভাপতি মাসুদুর রহমান রানা, মাহমুদ হাসান জিসমান, আর.এফ মাহমুদ, আসাদুল ইসলাম, মিলন মিয়া, সৈয়দ আরিফুল ইসলাম, আলামিন মিয়া, খায়রুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে হাসপাতালের পরিচালক ডা, হাবিবুর রহমান জানান, কর্মচ্যুত আন্দোলন প্রশাসনের বিরুদ্ধে নয়। তারা ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আন্দোলন করছে বলে তিনি জানান।