প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নে বদ্ধপরিকর কৃষক লীগের নেতাকর্মীরা

0

নিজস্ব প্রতিবেদকঃ

সারাদেশের ন্যায় কিশোরগঞ্জেও শুরু হয়েছে ইউনিয়ন পর্যায়ে টিকাদান কর্মসূচি কার্যক্রম। করোনার টিকা প্রদান উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ইউনিয়ন পর্যায়ে কৃষক লীগের টিকা প্রদান কর্মসূচী বাস্তবায়ন কমিটির কাজে উৎসাহ ও মনিটরিং করার লক্ষ্যে কিশোরগঞ্জের করিমগঞ্জে ইউনিয়ন টিকা কেন্দ্র পরিদর্শন করেছেন বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি। আজ শনিবার সকালে উপজেলার নিয়ামতপুর ইউনিয়ন টিকা কেন্দ্র পরিদর্শন করেন।

এসময় বক্তারা বলেন, বাংলাদেশের ইউনিয়ন পর্যায়ে টিকা কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে প্রতিটি টিকা কেন্দ্রে কৃষক লীগের টিকা মনিটরিং কমিটি টিকা প্রদানে উদ্বুদ্ধ করা সহ টিকা প্রদানে মানুষকে সহযোগীতা করে প্রধানমন্ত্রীর নির্দেশনা অক্ষরে অক্ষওে পালন করছে।

দেশের যেকোন সংকটে প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নে মাঠ পর্যায়ে কাজ করতে একশত ভাগ বদ্ধপরিকর কৃষক লীগের সকল নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনা যুদ্ধে জয়ী হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।

এসময় কেন্দ্রী কৃষক লীগের সহ-সভাপতি আবুল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার এমপি, জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, কেন্দ্রীয় কৃষক লীগের উপদেষ্টা অধ্যক্ষ গোলসান আরা, সদস্য আক্তারুজ্জামান শিপন, জেলা কৃষক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল হাসেম মাষ্টার, সাংগঠনিক সম্পাদক এম এ হানিফসহ কৃষক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share.