কটিয়াদীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

0

প্রতিনিধি কটিয়াদীঃ

‘নিজ আঙিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি ‘ স্লোগানে কিশোরগঞ্জের কটিয়াদীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন রক্তদান সমিতি। বৃহস্পতিবার (১২ আগস্ট) উপজেলা পরিষদ গেইট, পৌর সদরের কটিয়াদী বাসস্ট্যান্ড, জালালপুর ইউনিয়নের জালালপুর আনন্দ বাজার, লোহাজুরী ইউনিয়নের চরকাউনিয়া বাজার, আলী শহর বাজার, মুমুরদিয়া ইউনিয়নের চাতল বাগহাটা বাজার, ইউনিয়ন পরিষদ বাজার, চান্দপুর ইউনিয়নের মানিকখালী বাজার, আচমিতা ইউনিয়নের আচমিতা বাজার, মসূয়া ইউনিয়নের মসূয়া বাজার, বনগ্রাম ইউনিয়নের বনগ্রাম বাজার, আনন্দ বাজার, করগাঁও ইউনিয়নের করগাঁও বাজার, ভাট্টা মোড় ও সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নের গচিহাটা বাজারে ডেঙ্গু জ্বরের লক্ষণ, প্রতিরোধে করণীয় এবং বাড়ির আঙ্গিনা পরিষ্কারের মাধ্যমে ডেঙ্গু মোকাবেলার আহ্বান জানিয়ে জনগণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পাল, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ইব্রাহিম, উপজেলা সমাজসেবা অফিসার মো. মঈনুর রহমান মনির, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সাইদুর রহমান রোবেল, রক্তদান সমিতির প্রতিষ্ঠাতা সমন্বয়ক বদরুল আলম নাঈম, চলচ্চিত্রকর্মী জিসান আজাদ, শিক্ষক আমান উল্লাহ, হোমিও চিকিৎসক মাহবুবুর রহমান, ছাত্রনেতা হাসান তারেক বাপ্পী, সাকিবুল হাসান সোহাগ, আশরাফিজুর রহমান হৃদয়, ফুয়াদ হাসান আদর, একেএম মুশফিকুর রহমান রবিন প্রমূখ উপস্থিত ছিলেন।

অন্যদের মাঝে কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান রাজন, লোহাজুরী ইউপি চেয়ারম্যান আতাহার উদ্দিন ভূঞা রতন, আওয়ামী লীগ নেতা দীপক কুমার রায়, যুবলীগ নেতা আনোয়ার হোসেন মুকুল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আশিকুর রহমান, নাজিরুল হক মন্টু, ইমরান হাসমী মুন্না, প্রবাল ভৌমিক, মাহবুবুল আলম নাদিম, ইফতেখার আহমেদ দিগন্ত, সাব্বির আহমেদ, কাওসার আহমেদ সাগর, সৌরভ বিশ্বাস, মোখলেছুর রহমান, শাহরিয়ার হোসেন রিপন, প্রিন্স, আজমল হক রাফি, নোভেল আহমেদ ইমন, বরকত উল্লাহ কাউসার, সেলিম খান সোহাগ, মো. সোহাগ, আল আদি ইসলাম সাব্বির, ওয়াদুদ খান, রাকিবুল হাসান, মজিবুর রহমান ছোটন, এনামুল হক বিজয়, মোখলেছুর রহমান, শাহজাহান, রাসেল, শচীন আহমেদ, সাগর আহমেদ, কাওসার ইসলাম রানা, মো. রতন, আল শাহরিয়ার মাসুম, শামিম, মাসুদ মিয়া, সোহানুর রহমান, আমিনুল হক রিজন, শিপন আফ্রাদ, নাদিম আহমেদ শ্রাবন, ফাহিম হাসান রৌদ্র, জয়, হৃদম, রাজু, ঝুমুর, রিয়া, নিশি, সবুজ, জাকির, জুনায়েদ, শফিক, সানা, পিয়াস, বাপ্পী, রাব্বী প্রমূখ উপস্থিত ছিলেন।

লিফলেট বিতরণের পাশাপাশি ডেঙ্গু জ্বরের লক্ষণ, করণীয়, প্রতিরোধে করণীয় ও বাড়ির আঙ্গিনা পরিষ্কারের মাধ্যমে ডেঙ্গু মোকাবেলায় সচেতনতা সৃষ্টিতে জনসাধারণকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পাল বলেন, করোনা ভাইরাসের সংক্রমণের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ। করোনা ভাইরাসের সংক্রমণের হার ঊর্ধ্বমুখী হওয়ার এই সময়টাতে ডেঙ্গুর সংক্রমণ দ্রুত নিয়ন্ত্রণে আনা না গেলে পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করতে পারে। এ পরিস্থিতিতে রক্তদান সমিতির প্রচারণা ডেঙ্গু মোকাবেলায় ভূমিকা রাখবে।

রক্তদান সমিতি’র প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক বদরুল আলম নাঈম বলেন, বর্ষাকাল এলেই বাড়ে ডেঙ্গুর উপদ্রব। তাই বছরের অন্য সময়ের চেয়ে এ সময়ে একটু বেশি সতর্ক থাকতে হবে। এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়ে থাকে। বৃষ্টিপাত, জলাবদ্ধতা ও বাতাসে অত্যধিক আর্দ্রতা এ মশার বংশ বিস্তারে সহায়ক। তাই আমাদের নিজ আঙিনা পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সহায়তা করতে হবে।

Share.