পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত

0

আছাদুজ্জামান খন্দকারঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সিএনজি চালিত অটোরিকশা-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। এসময় অটোরিকশার যাত্রী আজিজুল হক গুরুতর আহত হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর ৬টার দিকে কিশোরগঞ্জ-ঢাকা মহাসড়কের বাহাদিয়া এলাকার সোহেল মিয়ার চায়ের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত অটোরিকশা চালকের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে আহত যাত্রীর নাম আজিজুল হক। তাঁর বাড়ি নান্দাইল উপজেলায় বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ ভোর ৬টার দিকে গাজীপুর জেলা শহর থেকে সিএনজি চালিত অটোরিকশাযোগে নান্দাইল উপজেলার নিজ বাড়ি যাচ্ছিলেন আজিজুল হক। এসময় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা মালবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজি চালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে গুরুতর আহত হন অটোরিকশা চালক ও যাত্রী আজিজুল হক। স্থানীয়রা তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অটোরিকশা চালককে মৃত ঘোষণা করেন। আহত অটোরিকশা যাত্রী আজিজুল হক সেখানে চিকিৎসাধীন।

পাকুন্দিয়া থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) শাহ কামাল জানান, নিহত অটোরিকশা চালকের নাম ও পরিচয় পাওয়া যায়নি। পরিচয় সংগ্রহের চেষ্টা চলছে। তবে আহত যাত্রীর নাম আজিজুল হক। তাঁর বাড়ি নান্দাইল উপজেলায় বলে জানা গেছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশাটিকে জব্দ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

Share.