নানা কর্মসূচীর মধ্য দিয়ে পাকুন্দিয়ায় আ.লীগের জাতীয় শোক দিবস পালন

0

আছাদুজ্জামান খন্দকারঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে উপজেলা আওয়ামীলীগ।

বেলা দেড়টার দিকে উপজেলা পরিষদ প্রাঙণে অবস্থিত বঙ্গবন্ধু চত্বরে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের যুগ্মআহ্বায়ক মোতায়েম হোসেন স্বপন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন-কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া)আসনের জাতীয় সংসদ সদস্য নূর মোহাম্মদ।

উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল আহমেদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো.হুমায়ুন কবীর, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবু নাসের ফারুক সঞ্জু, উপজেলা আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ মো.জসিম উদ্দীন, জেলা শ্রমিকলীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক মাসুদ, উপজেলা মুুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মিছবাহ উদ্দিন, নারান্দী ইউপি চেয়ারম্যান মো.শফিকুল ইসলাম, বুরুদিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল, উপজেলা আওয়ামীলীগের সাবেক কোষাধ্যক্ষ মো.বোরহান উদ্দিন ও উপজেলা শ্রমিকলীগের সভাপতি নাজমুল হক দেওয়ান প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া, মিলাদ মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়।

এর আগে সকাল সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু চত্বর থেকে সাংসদ নূর মোহাম্মদের নেতৃত্বে এক শোকর‌্যালি বের হয়। র‌্যালিটি পাকুন্দিয়া পৌরবাজার প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত জাতির পিতার ম্যুারালে পুস্পস্তর্বক অর্পণ করে ১৫আগস্টে শাহাদাত বরণকারী শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সাংসদ নূর মোহাম্মদ। এসময় একেএকে অংশ নেয় পাকুন্দিয়া পৌর আওয়ামীলীগ, উপজেলা যুবলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, উপজেলা ছাত্রলীগ ও কলেজ শাখা ছাত্রলীগের পাঁচ শতাধিক নেতাকর্মী। পুস্পস্তর্বক অর্পণ শেষে জাতির পিতা ও তাঁর পরিবারের সকল শহীদ সদস্যসহ দেশ ও জাতির মঙল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Share.