আছাদুজ্জামান খন্দকারঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ১৬পিস ইয়াবাসহ আবদুল মন্নান (৩৫) নামে এক কারবারিকে আটক করা হয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলার মাইজহাটি এলাকার বৈশাখী পেট্রোল পাম্প সংলগ্ন কিশোরগঞ্জ-ভৈরব সড়ক থেকে তাকে আটক করে পাকুন্দিয়া থানাধীন আহুতিয়া তদন্ত কেন্দ্র পুলিশ।
নুরুল ইসলাম কিশোরগঞ্জ সদর থানার ঝালুয়াপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। তাঁর বিরুদ্ধে পাকুন্দিয়া থানায় মাদক আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাকে আটক দেখিয়ে আজ সোমবার সকালে আদালতে পাঠিয়েছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা সোয়া ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ-ভৈরব সড়কে অভিযান চালায় আহুতিয়া তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেনসহ একদল পুলিশ। এসময় সন্দেহজনকভাবে আবদুল মন্নান নামে একজনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১৬পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(০১) এর ১০(ক)ধারায় পাকুন্দিয়া থানায় মামলা হয়েছে।
আহুতিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামান টিটু বলেন, আটক আবদুল মন্নান একজন পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।