খায়রুল ইসলাম, হোসেনপুরঃ
কিশোরগঞ্জের হোসেনপুর পৌর এলাকার পশ্চিম ধূলজুরী গ্রামের হোসাইনী মোকাম এলাকায় ১০ দিন ব্যাপী আশুরা উপলক্ষে জারী, মাতুম ও তাজিয়া মিছিলের প্রস্তুতি করে আসছিল ভূক্তরা। এ উপলক্ষে মেলা ও বিভিন্ন দোকান পাট গড়ে ওঠে। প্রতিদিন বিকেল থেকে রাত অবধি উৎসুক জনতা অনুষ্ঠান দেখতে গণজমায়েতের সৃষ্টি করে।
বৃহস্পতিবার সকালে হোসেনপুর থানা পুলিশ করোনা ভাইরাসের সংক্রমন রোধ, গণসচেতনা সৃষ্টি ও সরকারী নিষেধাজ্ঞার কারণে গণজমায়েত, দোকান পাট ও তাজিয়া মিছিল বন্ধের নিদের্শ দিয়েছেন।
আশুরা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মো. আল আমিন ফকির জানান, পুলিশ প্রশাসন অনুষ্ঠান স্থলে এসে গণজমায়েত, দোকানপাট ও তাজিয়া মিছিল বন্ধ করে দিয়েছে। আমরা ভক্তবৃন্দ ঘরোয়া পরিবেশে সীমিত আকারে অনুষ্ঠান চালিয়ে যাব। হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।