আপনার তথ্য চুরি হচ্ছে আপনার জিমেইল থেকে জানেন কি?

0

 

নতুন স্ক্যাম এর মাধ্যমে জিমেইলে ছড়িয়ে পড়ছে। এর মাধ্যমে নিজের অজান্তেই আপনার অ্যাকাউন্টের তথ্য চুরি হচ্ছে।আপনি কীভাবে জানবেন আপনার তথ্য চুরি হচ্ছে?

যেভাবে আপনার তথ্য চুরি হচ্ছে জিমেইল খেকে-

স্ক্যামে ব্যবহারকারীদের পরিচিত ব্যক্তিদের নাম বা ই-মেইল ঠিকানা থেকে পিডিএফ ফরম্যাটের ফাইলসহ মেইল পাঠানো হয়। আর এই মেইলে থাকা লিংকে ক্লিক করলেই জিমেইল ভুয়া সাইন ইন পেইজ চালু হয় এবং আবার লগইন করতে বলা হয়।

জিমেইলের লগইন পেইজের আদলে তৈরি পেজটিতে ব্যবহারকারীদের ইউজার নেইম ও পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে বলা হয়। ইউজার নেইম ও পাসওয়ার্ড দিলেই তা চলে যায় সাইবার অপরাধীদের দখলে।তাই আপনার জিমেইল সর্বদাই চেক করবেন। অহেতুক যে কোন sms আপনার জিমেইল থেকে ডিলিট করে ফেলুন।

Share.

About Author