হোসেনপুরে নবজাতকের মরদেহ উদ্ধার হোসেনপুরে নবজাতকের মরদেহ উদ্ধার 0 By মাই২৪বিডি ডেস্ক on January 29, 2023 কিশোরগঞ্জ, সারাদেশ, হোসেনপুর খায়রুল ইসলাম (কিশোরগঞ্জ) হোসেনপুরঃ কিশোরগঞ্জের হোসেনপুরে এক অজ্ঞাতনামা নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, রোববার সকালে (২৯ জানুয়ারি) হোসেনপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের ধূলজুরী এলাকা থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু বিষয়টি নিশ্চিত করেছেন। হোসেনপুর পৌর কাউন্সিলর মুহাম্মদ মিছবাহ উদ্দিন মানিক জানান, রাতের অন্ধকারে কেবা কাহারা ধূলজুরী নিহারহারগাতী সড়কের পূর্বপার্শ্বে হামিদা খাতুনের জমিতে নবজাতকের মরদেহটি রেখে যায়। Share. Twitter Facebook Google+ Pinterest LinkedIn Tumblr Email